রোহিঙ্গা ক্যাম্পে সাকিব। রোহিঙ্গাদের নিজ হাতে ত্রাণ দিলেন সাকিব আল হাসান
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে নির্যাতনের স্বীকার হয়ে বাংলাদেশ আসা রোহিঙ্গাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্প্রতি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন সাকিব। সেখানকার শরণার্থীদের দু:খ-দুর্দশা দেখে আবেগাপ্লুত হন সাকিব।
ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সঙ্গে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি, তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’
সাকিব আরো বলেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তাদের আরো অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’
গত ২৫ আগস্ট মিয়ানমারের আরাকান রাজ্যে পুলিশ পোস্টে সহিংসতার পর শুরু সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রয়েছে। নির্যাতন থেকে বাঁচতে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
No comments:
Post a Comment