Tuesday, 18 July 2017

কম্পিউটারে “Run” কমান্ডের যত ব্যবহার







Masthead Banner Made with MyBannerMaker.com! Click here to make your own!

কোন কিছু দ্রুত চালু করতে রান কমান্ডের কোন জুড়ি নেই। বেশ কয়েকটা ক্লিক করে কোন কিছু চালু করার চেয়ে তার কমান্ড জানা থাকলে Start > Run গিয়ে অথবা কী-বোর্ড থেকে Win Key + R প্রেস করে কমান্ডটা লিখে এন্টার দিয়ে সেটা চালু করা অনেক বেশি সহজ এবং দ্রুততর পদ্ধতি। নিচে কিছু গরুত্বপূর্ন কমান্ডের পদ্ধতি এবং কার্যবিবরনী দেয়া হল








appwiz.cpl – অ্যাড/রিমুভ প্রোগ্রাম
calc –
ক্যালকুলেটর
charmap –
ক্যারেক্টার ম্যাপ
clipbrd –
উইন্ডোজ ক্লিপবোর্ড ভিউয়ার
control –
কন্ট্রোল প্যানেল
dxdiag –
ডাইরেক্ট এক্স ডায়াগনসটিক ইউটিলিটি
explorer –
উইন্ডোজ এক্সপ্লোরার
logoff –
কম্পিউটার লগ অফ
mspaint –
পেইন্ট
notepad –
নোটপ্যাড
osk –
অনস্ক্রীন কী-বোর্ড
regedit –
রেজিস্ট্রি এডিটর
sndrec32 –
সাউন্ড রেকর্ডার
shutdown –
কম্পিউটার শাটডাউন
sndvol32 –
সাউন্ড কার্ড ভলিউম কন্ট্রোল
taskmgr –
টাস্ক ম্যানেজার
wmplayer –
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার
winWord –
মাইক্রোসফট ওয়ার্ড
winipcfg –
উইন্ডোজ ভার্সন
write –
ওয়ার্ড প্যাড
*** এছাড়া যেকোন ফাইল বা ফোল্ডারের পাথ এবং যেকোন সাইটের (Url) ইউআরএল টাইপ করে এন্টার দিলে সেটাও চালু হবে!




ENGLISH



The use of the "Run" command on the computer
There is no pair of run command to launch something fast. If you want to know something more than starting a few clicks by clicking Start> Run or by pressing Win key + R from the keyboard, it is easier and faster to start it by entering the command. Below are some of the important commands and task of the command.
Appwiz.cpl - Add / Remove Programs
Calc - calculator
Charmap - Character Map
Clipbrd - windows clipboard viewer
Control - control panel
Dxdiag - Direct X Diagnostic Utility
Explorer - windows explorer
Logoff - computer logoff
Mspaint - paint
Notepad - notepad
Osk - Onscreen keyboard
Regedit - Registry Editor
Sndrec32 - Sound recorder
Shutdown - computer shutdown
Sndvol32 - Sound Card Volume Control
Taskmgr - Task Manager
Wmplayer - Windows Media Player
WinWord - Microsoft Word
Winipcfg - windows version
Write-word pad
*** Also, if any file or folder path and any URL (url) is typed, then it will start!













No comments:

Post a Comment